আগরতলা, ১০ জুন: ত্রিপুরায় শাসক দল বিজেপির উপর কৌশলী চাপ বাড়িয়ে চলেছেন তিপরা মথা পার্টির প্রতিষ্ঠাতা তথা এমডিসি প্রদ্যোত কিশোর দেববর্মণ। তিপ্রাসা চুক্তি বাস্তবায়ন না হলে বিজেপি জোট সরকার থেকে সমর্থন প্রত্যাহারের হুশিয়ারি দিয়েছেন তিনি।
নিজের অফিসিয়াল ফেসবুক হ্যান্ডেলে লাইভে এসে প্রদ্যোত বলেন, “বিজেপি জোট সরকারে আমাদের যোগদানের শর্ত ছিল কেন্দ্রীয় সরকারের কাছ থেকে তিপ্রাসা চুক্তি বাস্তবায়নের লিখিত আশ্বাস। যাঁরা আমাদের ভোট দিয়েছেন, তাঁদের প্রতিই আমাদের অঙ্গীকার। আমি যদি প্রতিশ্রুতি রাখতে না পারি, তবে ক্ষমতায় থাকার অধিকার রাখি না।” তিনি আরও জানান, এই মনোভাব তিনি ইতিমধ্যেই তিপরা মথা পার্টির মন্ত্রী ও অধিকাংশ বিধায়কদের জানিয়ে দিয়েছেন।
চুক্তি বাস্তবায়নে বিলম্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করে দেববর্মা বলেন, “আঠারো মাস কেটে গেছে, অপেক্ষা এখনও চলছে। আমি বুঝতে পারছি, সাম্প্রতিক পাহেলগাঁও জঙ্গি হামলার মতো ঘটনায় কেন্দ্রের মনোযোগ অন্যদিকে গেছে। তবুও মনে হচ্ছে, কোথাও কিছু একটা আটকে আছে। দিল্লিতে আলোচনা ইতিবাচক হলেও তৃণমূল স্তরে তার প্রতিফলন নেই।”
এদিন তিনি বাংলাদেশের দিক থেকে অনুপ্রবেশ নজরদারির জন্য একটি বিশেষ হেল্পলাইন চালুর ঘোষণাও দেন। এই হেল্পলাইনে নাগরিকরা সন্দেহজনক সীমান্ত অতিক্রমের খবর দিতে পারবেন এবং দলীয় কর্মীরা জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে আইনানুগ ব্যবস্থা নেবেন।
দেববর্মা বলেন, “ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের জমি ও সম্পদ রক্ষা করতে হবে।” তিনি সাধারণ মানুষকে আইন নিজের হাতে না তুলে নেওয়ার আহ্বান জানান। শেষে তিনি ত্রিপুরার সমস্ত সম্প্রদায়কে দলীয় রাজনীতি ভুলে রাজ্যের স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার অনুরোধ জানান।
অবশ্য, ত্রিপুরায় বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তিপরা মথা জোট ছেড়ে সরকার থেকে বেরিয়ে গেলেও বিশেষ কোন প্রভাব পড়বে বলে মনে করছেন না রাজনৈতিক মহল। কারণ, তিপরা মথার ভরসায় ত্রিপুরায় বিজেপি জোট সরকার টিকে থাকতে হবে, এখনও তেমন পরিস্থিতি তৈরি হয়নি। এক বিজেপি নেতার কথার, আমরা সকলকে সাথে নিয়ে চলতে বিশ্বাসী। এক্ষেত্রে আমাদের ছেড়ে কেউ চলে যেতে চাইলে তাঁকে জোর করে আটকে রাখার প্রয়োজন মনে করি না।