আগরতলা, ১০ জুন : বাড়ির পাশের পুকুরে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে বছর পাঁচের এক শিশুর। ওই ঘটনায় প্রতাপগড় এলাকায় তীব্র শোকের ছায়া নেমে এসেছে।
ঘটনার বিবরণে মৃত শিশুর বাবা জানিয়েছেন, গতকাল দুপুরে তাঁর স্ত্রী ভাত খেয়ে ঘুমিয়ে পড়েছিলেন। সেই সময়ে তাঁদের সন্তান অঙ্কুশ ঋষি দাস খেলতে খেলতে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরবর্তী সময় ঘরে দেখতে না পেয়ে তাঁর মা খোঁজাখুজি শুরু করেন। অনেকক্ষণ পর ওই পুকুরে তাঁকে দেখতে পান এলাকাবাসী। সাথে সাথে তাঁকে উদ্ধার করে আইজিএম হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা ওই শিশুকে মৃত বলে ঘোষণা দিয়েছেন। ওই ঘটনায় গোটা প্রতাপগড় এলাকায় তীব্র শোকের ছায়া নেমে এসেছে।