আগরতলা, ৯ জুন : আজ কৃষ্ণনগরস্থিত দশরথ দেব স্মৃতি ভবনে টিএসইউ-র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক কনভেনশন অনুষ্ঠিত হয়েছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, প্রাক্তন মন্ত্রী মানিক দে, এডিসির প্রাক্তন মুখ্য কার্যনির্বাহী সদস্য রাধাচরণ দেববর্মা সহ অন্যান্যরা।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে টিএসইউ-র এক ছাত্র নেতা বলেন, টিএসইউ-র কেন্দ্রীয় কমিটির নির্দেশানুযায়ী তিন বছর অন্তর অন্তর সাংগঠনিক কনভেনশন অনুষ্ঠিত হয়ে থাকে। ওই কনভেশনে আগামীদিনের সংগঠনের রণকৌশল নিয়ে আলেচনা করা হবে। পাশাপাশি, বিভিন্ন কাজকর্মের পর্যালোচনা করা হবে।