বিশ্বের সেরা একাদশের তালিকা ঘোষণা করল ফিফা

জুরিখ, ২৮ ফেব্রুয়ারি (হি.স.): ফিফা বিশ্বের সেরা একাদশে দলে যেমন লিয়োনেল মেসি, কিলিয়ান এমবাপের মতো তারকা ফুটবলার রয়েছেন, তেমনই রয়েছে চমকও। বিশ্বের সেরা গোলরক্ষক হওয়ার পরেও ফিফার সেরা একাদশে সুযোগ পাননি এমিলিয়ানো মার্তিনেস। বিশ্বকাপ না খেলেও দলে রয়েছেন আর্লিন হালান্ডের মতো তারকা

বিশ্বের সেরা একাদশের তালিকা ঘোষণা করল ফিফা । ফিফার সেরা বিশ্ব সেরা একাদশের তালিকায় যে গোলরক্ষক জায়গা পেয়েছেন তিনি হলেন থিবো কুর্তোয়া। বেলজিয়ামের হয়ে বিশ্বকাপের মঞ্চে ভালো পারফরম্যান্স দেখাতে না পারলেও রিয়াল মাদ্রিদের হয়ে ক্লাব ফুটবলে ভাল খেলেছেন কুর্তোয়া। তবে আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে ভাল খেললেও ক্লাব ফুটবলে ভাল খেলতে পারেননি, সেই কারণে তিনি জায়গা পাননি বলে মনে করছেন ফুটবলপ্রেমী মানুষ।

পাশাপাশি সেরা একাদশে যে তিন ডিফেন্ডারকে রেখেছে ফিফা সেখানে রয়েছেন পর্তুগালের জোয়াও কানসেলো, মরক্কোর আশরফ হাকিমি এবং নেদারল্যান্ডসের ভার্জিল ভ্যান ডাইক। যে তিন জন মিডফিল্ডারের জায়গায় সুযোগ পেয়েছেন তাঁরা হলেন ব্রাজিলের কাসেমিরো, বেলজিয়ামের কেভিন দ্য ব্রুইন এবং ক্রোয়েশিয়ার লুকা মদ্রিচ। এই তিন মিডফিল্ডার দেশের হয়ে যেমন ভালো খেলেছেন। একইভাবে ক্লাবের জার্সিতেও ভালো খেলেছেন। সেরা একাদশের চার স্ট্রাইকার যারা জায়গা পেয়েছেন তাঁরা হলেন ফ্রান্সের করিম বেঞ্জিমা, ফ্রান্সের কিলিয়ান এমবাপে, নরওয়ের আর্লিং হালান্ড এবং আর্জেন্টিনার লিয়োনেল মেসি।

উল্লেখ্য বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার তারকা লিয়োনেল মেসি এই নিয়ে ১৬ বার সুযোগ পেলেন বিশ্বের সেরা একাদশে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *