নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ ফেব্রুয়ারী৷৷ বিশালগড় রবীন্দ্রনাথ কলেজের সামনে দুষৃকতিকারীদের মারধরের শিকার এক বাম কর্মী৷ তার নাম গৌতম সরকার৷ বিশালগড় কলেজ সংলগ্ণ এলাকায় এক বাড়ি থেকে মোবাইল আনতে গিয়েছিলেন বাম কর্মী গৌতম সরকার৷ তখন বাম কর্মীকে লক্ষ্য করে দুষৃকতিকারীরা মারধর করে৷ দুষৃকতিকারীদের মারে গুরুতরভাবে আহত হয় বাম কর্মী গৌতম সরকার৷পরবর্তী সময়ে অন্যান্য লোকেরা দেখতে পেয়ে আহত বাম কর্মীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মহকুমা হাসপাতালে নিয়ে আসে৷ বর্তমানে তার চিকিৎসা মহকুমা হাসপাতালে চলছে৷ আক্রান্ত বাম কর্মী সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে জানান দুষৃকতিকারীদের বিরুদ্ধে বিশালগড় থানায় মামলা করা হয়েছে৷ অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন তিনি৷
2023-02-28

