অটোয়া, ২৮ ফেব্রুয়ারি (হি.স.): টিকটক-কে এবার নিষিদ্ধ ঘোষণা করল কানাডা। স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, চিনা এই অ্যাপ গোপনীয়তা ও সুরক্ষার জন্য ঝুঁকি। ভারত-সহ বিশ্বের বিভিন্ন দেশ ইতিমধ্যেই চিনা অ্যাপ টিকটক-কে নিষিদ্ধ ঘোষণা করেছে, এবার সেই পথে হাঁটল কানাডা সরকার।
কানাডা সরকার সোমবার (স্থানীয় সময়) জানিয়েছে, চিনের মালিকানাধীন সোশ্যাল মিডিয়া অ্যাপ টিকটককে নিষিদ্ধ ঘোষণা হচ্ছে। যেহেতু এই অ্যাপ গোপনীয়তা এবং সুরক্ষার ঝুঁকির “অগ্রহণযোগ্য” স্তর উপস্থাপন করে।