প্রয়াত দক্ষিণী পরিচালক জোসেফ মনু জেমস

তিরুবনন্তপুরম, ২৭ ফেব্রুয়ারি (হি. স.) : নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে প্রয়াত দক্ষিণী পরিচালক জোসেফ মনু জেমস । মাত্র ৩১ বছর বয়সেই প্রাণ হারালেন তরুণ মালয়ালম পরিচালক। কিছুদিনের মধ্যেই তাঁর প্রথম ছবি মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই মৃত্যু হল তাঁর।

জানা গিয়েছে, কেরিয়ারে শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু করেছিলেন তিনি। পরবর্তীতে সহকারি পরিচালক হিসেবে কাজ করেন। সম্প্রতি পরিচালক হিসেবে ‘ন্যান্সি রানি’ নামে ছবি তৈরি করেন। তা কিছুদিনের মধ্যেই মুক্তি পাওয়ার কথা ছিল। তার আগেই নিউমোনিয়া, হেপাটাইটিস ধরা পড়ে। মাত্র ৩১ বছর বয়সেই জীবনাবসান হয় পরিচালকের। ডেবিউ ফিল্ম মুক্তির আগেই প্রযোজক জোসেফ মানু মারা যান