মেঘালয় ও নাগাল্যান্ডে ভোটগ্রহণ শুরু, উত্তর-পূর্বের দুই রাজ্যে শান্তিতেই চলছে নির্বাচনী প্রক্রিয়া

শিলং ও কোহিমা, ২৭ ফেব্রুয়ারি (হি.স.): উত্তর-পূর্বাঞ্চলের দুই রাজ্য মেঘালয় ও নাগাল্যান্ডে শান্তিতেই শুরু হয়েছে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ প্রক্রিয়া। উভয় রাজ্যের ৬০টি আসনের মধ্যে ৫৯টি আসনের জন্য ভোটগ্রহণ চলছে সোমবার। নাগাল্যান্ডের আকুলুতো থেকে বিজেপি প্রার্থী কাজেতো কিনিমি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছেন; মেঘালয়ে ইউডিপি প্রার্থী এইচডিআর লিংডোহের মৃত্যুর পরে সোহিয়ং-এর নির্বাচন পিছিয়ে গিয়েছে। এই দুই রাজ্য মিলিয়ে মোট প্রার্থীর সংখ্যা ৫৫২ জন। ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল ৭টায়। চলবে বিকেল ৪টে পর্যন্ত। ভোটগণনা হবে ২ মার্চ।

মেঘালয়ে গত পাঁচ বছর ন্যাশানাল পিপলস পার্টি (এনপিপি) ও বিজেপি মিলে সরকার চালালেও, এ বারের ভোটের পৃথক ভাবে লড়াই করছে তাঁরা। এই প্রথম মেঘালয়ের বিধানসভা ভোটে অংশ নিয়েছে পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেস। নাগাল্যান্ডে জোট করে লড়াই করছে বিজেপি। ন্যাশনাল ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টি (এনডিপিপি)-র সঙ্গে জোটে লড়াই করছে গেরুয়া শিবির। তুলনামূলক ছোট দুই রাজ্য মেঘালয় ও নাগাল্যান্ডের ভোটের দিকে তাকিয়ে দেশের শাসকদল বিজেপি থেকে শুরু করে কংগ্রেস। কারণ ২০২৪ সালের লোকসভা ভোটের আগে এই শেষ উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে ভোট। তবে এই দু’টি রাজ্যেই জাতীয় রাজনৈতিক শক্তিগুলির পাশাপাশি প্রাসঙ্গিক আঞ্চলিক দলগুলিও।