সিআরপিএফ-র অনুষ্ঠানে যোগ দিতে বস্তার যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

জগদলপুর, ২৭ ফেব্রুয়ারি (হি.স.) : ছত্তিশগড়ের বস্তার জেলার করণপুরে প্রথমবার ৮৪তম প্রতিষ্ঠাতা দিবস উদযাপনের আয়োজন করতে চলেছে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)। এজন্য প্রস্তুতিও পুরোদমে চলছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ১৯ মার্চ বস্তার জেলায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে অংশ নেবেন। এ সময় বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক করে নির্বাচনী পরামর্শ দেবেন অমিত শাহ।

প্রসঙ্গত, দেশের বৃহত্তম কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীকে প্রধান জাতীয় অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী হিসাবে মনোনীত করা হয়েছে এবং জম্মুতে সন্ত্রাসবিরোধী অভিযানের ৩টি মূল এলাকায় কাজ করছে। গত বছর জম্মুতে তার ৮৩তম বার্ষিক প্রতিষ্ঠা দিবস উদযাপনের আয়োজন করেছিল।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বস্তার সফর নিশ্চিত করে বিজেপি মুখপাত্র কেদার কাশ্যপ বলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মার্চ মাসে বস্তারে আসবেন। এই সময়ে, তিনি বস্তার জেলায় আয়োজিত সিআরপিএফ-এর কর্মসূচিতে অংশ নেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *