নয়াদিল্লি, ২৭ ফেব্রুয়ারি (হি.স.) : দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়ার গ্রেফতারি প্রসঙ্গে চাঞ্চল্যকর দাবি করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। কেজরিওয়াল দাবি করেছেন, বেশিরভাগ সিবিআই অফিসার না-কি মনীশের গ্রেফতারের বিরুদ্ধে ছিলেন। কিন্তু, ‘রাজনৈতিক প্রভুদের’ কথা মানতে তাঁরা বাধ্য হয়েছেন।
সিসোদিয়ার গ্রেফতারি প্রসঙ্গে এক টুইট বার্তায় সোমবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দাবি করেছেন, “আমাকে বলা হয়েছে, বেশিরভাগ সিবিআই অফিসার মনীশের গ্রেফতারের বিরুদ্ধে ছিলেন। তাঁদের সকলেরই মনীশের প্রতি বিপুল শ্রদ্ধা রয়েছে এবং তাঁর বিরুদ্ধে কোনও প্রমাণ নেই। কিন্তু তাঁকে গ্রেফতারের জন্য রাজনৈতিক চাপ এত বেশি ছিল যে তাদের তাদের রাজনৈতিক প্রভুদের কথা মানতে হয়েছিল।”

