মহারাষ্ট্রের দুই কেন্দ্রে উপনির্বাচন, কাল ভোট মেঘালয়-নাগাল্যান্ডে

মুম্বই/নয়াদিল্লি, ২৬ ফেব্রুয়ারি (হি.স.) : এক রাজ্যে চলছে দুই বিধানসভা আসনে উপনির্বাচন। আর সোমবার ভারতের দুই পার্বত্য রাজ্যের বিধানসভা নির্বাচন। রবিবার মহারাষ্ট্রের দুই বিধানসভা কেন্দ্র চিনছাওয়াদ এবং কসবায় চলছে উপনির্বাচন। দুই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের গুরুত্ব অন্যত্র। শিবসেনার প্রতীক নিয়ে সম্প্রতি শিন্দে এবং উদ্ধব গোষ্ঠীর মধ্যে চলে লড়াই। নির্বাচন কমিশন জানিয়ে দেয়, শিন্দেই শিবির আসল শিবসেনা। তারাই তীর ধনুক প্রতীক ব্যবহারের অধিকারী। কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে, সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় উদ্ধব শিবির। তাদের আশা ছিল, রায় তাদের পক্ষে যাবে। শীর্ষ আদালতের রায় যায় উদ্ধব শিবিরের পক্ষে। তবে সুপ্রিম কোর্ট জানিয়েছিল, মহারাষ্ট্রের আসন্ন দুই বিধানসভা নির্বাচনে শিবসেনা তাদের প্রতীক ব্যবহারের সুযোগ পাবে।

অন্যদিকে, আগামীকাল ভোট নাগাল্যান্ড ও মেঘালয়ে। ভারতের এই দুই সীমান্তবর্তী রাজ্যে ভোটপর্ব নির্বিঘ্নে করতে কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। নাগাল্যান্ডের মন জেলার দিকে বিশেষভাবে নজর থাকবে। এই মন জেলায় সম্প্রতি তেতে ওঠে। কেন্দ্রীয় নিরাপত্তাবাহিনী নির্বিচারে গুলি চালায়। প্রাণ হারান বেশ কয়েকজন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ইস্তফার দাবি ওঠে। যদিও স্বরাষ্ট্রমন্ত্রী ইস্তফা দিতে অস্বীকার করেন। সেই নাগাল্যান্ডবাসী আগামীকাল তাদের নাগরিক অধিকার প্রয়োগ করতে চলেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *