অমৃতসরে পাকিস্তানি ড্রোনকে গুলি করে নামাল বিএসএফ

অমৃতসর, ২৬ ফেব্রুয়ারি (হি.স.) : অমৃতসরের শাহজাদা গ্রামের কাছের এলাকায় পাকিস্তান থেকে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করা একটি সন্দেহভাজন ড্রোনকে গুলি করে নামাল বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)৷

বিএসএফ জনসংযোগ আধিকারিক রবিবার জানিয়েছেন, রবিবার ভোররাতে সীমান্তে মোতায়েন বাহিনী অমৃতসর (গ্রামীণ) জেলার শাহজাদা গ্রামের নিকটবর্তী এলাকায় পাকিস্তান থেকে ভারতীয় ভূখণ্ডে একটি সন্দেহজনক ড্রোন প্রবেশের শব্দ শুনতে পায়। নির্ধারিত অনুশীলন অনুযায়ী সেনারা গুলি চালিয়ে ড্রোনটিকে আটকানোর চেষ্টা করে। পুরো এলাকা ঘেরাও করে পুলিশ ও সংশ্লিষ্ট দফতরকে খবর দেওয়া হয়।
প্রাথমিক অনুসন্ধানের সময়, বিএসএফ কর্মীরা একটি কালো রঙের ড্রোন ডিজেআই ম্যাট্রিস (চিনে তৈরি) উদ্ধার করেছে, যেটি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত অবস্থায় শাহজাদা গ্রামের কাছে ধুসি বাঁধের কাছে পড়ে ছিল। এলাকায় তল্লাশি চালানো হচ্ছে।