যোগান কম বাড়ছে চাহিদা, ডাবের দাম ঊর্ধমুখী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ ফেব্রুয়ারী৷৷ বাজারে সবকিছুর দামই উর্ধমুখী৷ পিছিয়ে নেই কচি ডাবের দামও৷ গরম বাড়ছে, গলা ভেজাতে  ডাবের  জলই যে বর্তমানে অন্যতম ভরসা তা আর বলার অপেক্ষা রাখে না৷ গ্রীষ্মের উষ্ণ দুপুরে কাঠ ফাটা রোদে কচি ভাবের ঠান্ডা মিষ্টি পানীয় জল  অনেক মানুষেরই তেষ্টা মেটানোর অন্যতম ভরসা৷ কিন্তু অন্যান্য বছর থেকে এবছর তেমন ভালো ফলন না হওয়াতে চাহিদার তুলনায় বাজারে ডাবের জোগান অনেকাংশেই কম৷ কিন্তু গ্রীষ্মের উষ্ণ দুপুরে বাজারে ডাবের যথেষ্ট চাহিদা রয়েছে৷তেলিয়ামুড়া ফল বাজারের সম্মুখে বসা রাজু দাস নামের এক ডাব বিক্রেতা কথা প্রসঙ্গে  বলেন,, দীর্ঘ  প্রায় ১০-১২ বছর ধরে তিনি ডাব বিক্রি করে আসছেন৷ তাছাড়া তিনি বলেন,, ডাবের ফলন অনান্য বছর থেকে এবছর অনেক কম৷ফলে চড়া দামে ডাব ক্রয় করে ক্রেতাদের কাছে বিক্রি করতে হয়৷ তবে ডাবের যথেষ্ট চাহিদা রয়েছে বাজারে৷ প্রতি ডাব ৩০ থেকে ৪০ টাকা আবার কখনো কখনো ৫০ টাকাও বিক্রি করতে হয়৷ডাবের দামের  ছেঁকায় হাত পুড়ছে ক্রেতা সাধারণের৷