‘রবীন্দ্রনাথবাবুও জেলে যাওয়ার ভয় পাচ্ছেন’, কটাক্ষের পালটা দিলীপ ঘোষ

চালসা, ২৫ ফেব্রুয়ারি (হি.স.) : মাধ্যমিক পরীক্ষা চলাকালীন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষকে গ্রেফতার করে জেলে পোরার দাবি জানিয়েছিল তৃণমূল নেতা তথা কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। শনিবার চালসায় এসে তার পালটা দিলেন দিলীপ ঘোষ। এদি তিনি বলেন, ‘রবীন্দ্রনাথবাবুও জেলে যাওয়ার ভয় পাচ্ছেন’।
এদিন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘তৃণমূলের একের পর এক নেতা জেলে যাচ্ছে। রবীন্দ্রনাথবাবুও জেলে যাওয়ার ভয় পাচ্ছেন। তাই তিনি এসব কথা বলছেন। পারলে আমাকে জেলে নিয়ে যাক।‘ পাশাপাশি মাধ্যমিকের প্রথম দিনে রাজগঞ্জে হাতির হানায় মৃত্যু পরীক্ষার্থীর প্রতি শোকপ্রকাশ করে তিনি বলেন, ‘সরকার আগের থেকে জঙ্গল সংলগ্ন এলাকায় ব্যবস্থা নিলে ছেলেটির প্রাণ যেত না।‘
এদিন দুপুরে তিনি চালসার একটি বেসরকারি হোটেলে নাগরাকাটা বিধানসভার বিজেপির নেতা কর্মীদের নিয়ে বৈঠক করেন দিলীপ ঘোষ। বৈঠক করে তিনি চলে যান দক্ষিণ ধূপঝোরা এলাকায়। সেখানে গিয়ে এক কর্মীর বাড়িতে মধ্যাহ্নভোজ করেন। তাঁর সঙ্গে ছিলেন বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি বাপী গোস্বামী, বিধায়ক মনোজ টিগ্গা, পুনা ভেংরা সহ অন্যান্যরা।