নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ ফেব্রুয়ারী৷৷ যে মা ছেলেকে দশ মাস দশ দিন গর্ভধারণ করে জন্ম দিয়ে কোলে পিঠে করে সন্তানকে বড় করেছে সেই সন্তানের হাতেই মায়ের এক হাত কেটে আলাদা করে দিলো সন্তান৷ এই ঘটনার সাক্ষী রইল উদয়পুর গর্জি ফাঁড়ি থানার অন্তর্গত পাউরামুড়া সুকল সংলগ্ণ এলাকার মানুষ৷
ঘটনার বিবরণে জানা যায় শুক্রবার গভীর রাতে ৭৫ বছর বয়সী নমিতা ঘোষকে দা দিয়ে আঘাত করে তার ছেলে বিমল ঘোষ৷ ছেলের দা-য়ের আঘাতে মা নমিতা ঘোষের এক হাত আলাদা হয়ে যায়৷ গভীর রাতে প্রচন্ড চিৎকার শুনতে পেয়ে বাড়ির পাশ্ববর্তী লোকজনেররা ছুটে আসে নমিতা ঘোষের বাড়িতে৷ পাষণ্ড ছেলে বিমল ঘোষকে উত্তম মাধ্যম দেয় এলাকাবাসী৷ পরছ ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বিমল ঘোষ৷ পরবর্তী সময় নমিতা ঘোষের পরিবারের অন্যান্য সদস্যরা নমিতা ঘোষকে প্রথমে গোমতী জেলা হাসপাতালে নিয়ে গেলে সেইখান থেকে সাথে সাথেই রেফার করা হয় জিবি হাসপাতালে৷ আহত নমিতা ঘোষের নাতি জানান, তার পিতা মতামত্ত অবস্থায় এই ঘটনা সংঘটিত করেছে৷ এইদিকে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গর্জি ফাঁড়ি থানার পুলিশ৷ পুলিশ এলাকাবাসীকে আশ্বস্ত করে পাষণ্ড ছেলেকে অবিলম্বে গ্রেপ্তার করা হবে৷ গ্রামবাসীর দাবি অভিযুক্ত ছেলেকে গ্রেফতার করে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে৷
2023-02-25

