নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ ফেব্রুয়ারী৷৷ আগরতলায় লোকনাথ মন্দিরে শ্রী শ্রী বাবা লোকনাথ পাদুকা উৎসব ও মন্দিরের ২৯ তম প্রতিষ্ঠা দিবস নানা কর্মসূচির মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়৷ রাজধানীর আগরতলা শহরে শ্রী শ্রী বাবা লোকনাথ মন্দিরে শনিবার মন্দিরের ঊনত্রিশ তম প্রতিষ্ঠা দিবস এবং পাদকা উৎসব ধর্মীয় ভাব গম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়৷ শুক্রবার অধিবাসের মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিক সূচনা হয়৷ শনিবার ভোর থেকে শুরু হয়েছে উদয় অস্ত্র হরিনাম সংকীর্তন৷ বাল্য ভোগ মধ্যাহ্ণভোগ ও প্রসাদ বিতরণ উপলক্ষে মন্দির প্রাঙ্গণে অগণিত ভক্তবৃন্দের সমাগম ঘটে৷ সন্ধ্যায় সন্ধ্যা আরতির মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হচ্ছে৷৷ মন্দির পরিচালন কমিটির সম্পাদক অমূল্য ভট্টাচার্য এ বিষয়ে বিস্তারিত তথ্য জানান৷
2023-02-25

