জম্মু, ২৫ ফেব্রুয়ারি (হি.স.) : শনিবার জম্মুর ত্রিকুটা নগর এলাকা থেকে আড়াই কোটি টাকার জাল টাকা উদ্ধার করেছে পুলিশ। পাশাপাশি এ ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ।
এডিজি মুকেশ সিং জানিয়েছেন, ধৃতদের মধ্যে চারজন কাশ্মীরের এবং একজন দিল্লির বাসিন্দা। তারা সবাই বাথিন্দি এলাকায় একটি ভাড়া ঘরে থাকতেন। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে আড়াই কোটি টাকার জাল নোট। এর মধ্যে পাঁচ লাখ নোটই আসল। পাঁচ অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশের একটি বিশেষ দল।