আগরতলা, ২৫ ফেব্রুয়ারি (হি.স.): প্রাথমিক বিভাগের ছাত্রীকে চকলেট দেখিয়ে অপহরণের চেষ্টায় রাজধানী আগরতলায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অপহরণের চেষ্টায় যুক্ত যুবকের হাতে ছুরি ছিল বলে ছাত্র-ছাত্রীরা দাবি করেছে। ধলেশ্বর স্থিত রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যামন্দিরে ওই ঘটনায় অভিভাবকদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
ঘটনার বিবরনে ওই ছাত্রীর সহপাঠীরা জানিয়েছে, আজ প্রাতঃবিভাগে তাদের এক সহপাঠীকে জানলা দিয়ে চকলেট দিতে চেয়েছিলেন অজ্ঞাত পরিচয়ের এক যুবক। চকোলেট নেওয়ার জন্য সে জানালার কাছে আসতেই তার মুখে স্প্রে মেরে দিয়েছিল ব্যক্তি। সাথে সাথে সেখানে উপস্থিত অন্য ছাত্রীরা নাকে রুমাল চাপা দিয়ে চিৎকার চেচামেচি শুরু করে দিয়েছিল। বিষয়টি তখনই প্রধান শিক্ষকের নিকট জানানো হয়েছিল। তারা আরও প্রত্যক্ষ করেছে, ওই যুবকের হাতে ধারালো ছুরিও ছিল।
বিদ্যালয়ের শিক্ষক চিত্তরঞ্জন দের্ববমা বলেন,তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা অপহরণের চেষ্টার বিষয়টি আমাকে অবগত করেছে। সঙ্গে সঙ্গে তিনি পুলিশে খবর দিয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পূর্ব থানার পুলিশ সহ অভিভাবক মহল। তিনি আরও জানিয়েছেন,বিদ্যালয়ের প্রধান ফটক তালা লাগানো থাকে না। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
অভিভাবকদের অভিযোগ, বিদ্যালয়ের মূল ফটকে নিরাপত্তার কোন ব্যবস্থা নেই। সারাদিন মূল ফটক খোলা থাকে। তাঁদের দাবি, অতিসত্বর বিদ্যালয়ের ফটকে বেসরকারি নিরাপত্তা রক্ষী এবং অভিভাবকদের পরিচয়পত্রের ব্যবস্থা করা হোক। পরিচয়পত্র দেখে ছাত্র ছাত্রীদের অভিভাবকদের হাতে তুলে দেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।