কলকাতা, ২৪ ফেব্রুয়ারি (হি. স.) : এবার ‘অভিনেত্রী’ হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের নতুন কীর্তি ফাঁস হয়েছে।জানা গিয়েছে, বাংলা ছবিতে অভিনয়ও করেছিলেন হৈমন্তী।
অচেনা উত্তম ছবিতে একজন নার্সের ভূমিকায় অভিনয় করেছিলেন হৈমন্তী। অভিনয় করতে গিয়েও ‘প্রতারণার ছক’ কষেন তিনি। ‘পরিচালককে এড়িয়ে সরাসরি প্রযোজকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন’। এ ঘটনা জানতে পেরে একদিন কাজ করিয়ে বাদ দিয়ে দেন বলে দাবি করেছেন পরিচালক অতনু বসু।
শুক্রবার হাওড়ার বাঁকসাড়ায় হদিশ পাওয়া যায় হৈমন্তীর বাড়ির। এদিন ওই বাড়ির থেকে এক বৃদ্ধা হৈমন্তীর মায়ের পরিচয় দিয়ে দাবি করেন, তাঁর মেয়ে মারা গিয়েছে। অথচ প্রতিবেশীদের দাবি, ১০ দিন আগেও হৈমন্তী ওই বাড়িতে এসেছিলেন। বৃদ্ধার কথাবার্তাতেও অনেক রহস্য লুকিয়ে রয়েছে। তিনি একবার বলেন মেয়ে মারা গিয়েছে। পরে মুহূর্তেই তাঁর বক্তব্য, সিবিআই ডাকলে মেয়ে যাবে। আবার কখনও তিনি বলেন, বাড়ির অমতে বিয়ে করায় বড় মেয়ের সঙ্গে আমাদের কোনও সম্পর্ক নেই।
হৈমন্তীর বাপের বাড়ি হাওড়ার উত্তর বাঁকসাড়ার কাটুরিয়া পাড়া এলাকায়। বর্তমানে এই ঠিকানাতেই থাকে হৈমন্তীর বাপের বাড়ির লোকজন। পরিবারে রয়েছেন হৈমন্তীর বাবা, মা ও ছোট বোন। এদিন সাংবাদিকরা একাধিকবার ডাকাডাকির পর হৈমন্তীর মা দরজা খুলে বেরিয়ে এসে জানান, বাড়িতে তাঁর ছোট মেয়ে আছে, হৈমন্তী নেই। এছাড়াও তিনি বলেন, তাঁর বড় মেয়ে ভালোবেসে বিয়ে করেছিল। জামাইয়ের কাজকর্ম ও আর্থিক ব্যাপারে তাঁর কিছুই জানা নেই। তাঁর বাড়ির সামনে আগে প্রায়ই দামী বিলাসবহুল গাড়ি দেখা যেত বলেও দাবি করেন ওই বৃদ্ধা। ওই বাড়িতে শিক্ষা সদন নাম একটি ফলক লাগানো ছিল। সেটি রাতারাতি খুলে ফেলা হয়েছে বলে প্রতিবেশীরা জানান। এই প্রশ্নে হৈমন্তীর মা জানান, ঠোকাঠুকি করতে গিয়ে খুলে গিয়েছে।

