পবন খেরাকে বিমান থেকে নামিয়ে দেওয়া নিন্দনীয়, গেহলট

জয়পুর, ২৩ ফেব্রুয়ারি (হি.স.) : দিল্লি থেকে রায়পুর কংগ্রেস অধিবেশনে যোগ দিতে অসম পুলিশ প্রবীণ কংগ্রেস নেতা পবন খেরাকে বিমান থেকে নামিয়ে দেওয়ার তীব্র নিন্দা করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট।

বৃহস্পতিবার গেহলট সোশ্যাল মিডিয়ায় বলেছেন, কংগ্রেস অধিবেশনে অংশ নিতে দিল্লি থেকে রায়পুর যাওয়ার সময় খেরাকে অসম পুলিশ ফ্লাইট থেকে তুলে নিয়েছিল। কী জরুরি অবস্থা ছিল যে অসম পুলিশ দিল্লিতে এসে এই কাজ করল।
তিনি বলেন, আগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) রায়পুরে অভিযান চালিয়েছিল এবং এখন এমন কাজ নিন্দনীয়।