নাবলুস, ২৩ ফেব্রুয়ারি (হি.স.): প্যালেস্তেনীয় জনতার উপর ইজরায়েলি সেনার এলোপাথাড়ি গুলিতে রক্তাক্ত হল ওয়েস্ট ব্যাঙ্কের নাবলুস। স্থানীয় সময় অনুযায়ী, বুধবার ইজরায়েল অধিকৃত ওই শহরে ইজরায়েলি সেনার গুলির শিকার হয়েছেন অন্তত ১১ জন। আহতের সংখ্যা শতাধিক। প্যালেস্তেনীয় স্বাস্থ্যমন্ত্রক এই অভিযানের তীব্র সমালোচনা করেছে।
দু’জন প্যালেস্তেনীয় ‘জঙ্গির’ খোঁজে নাবলুসে সেনা অভিযান শুরু হলে স্থানীয় বাসিন্দাদের একাংশ বাধা দেন বলে অভিযোগ। প্রতিবাদী জনতা ইট-পাথর ছুড়লে সেই উত্তেজনা থেকেই সংঘর্ষ শুরু হয়। ইজরায়েলি সেনার এলোপাথাড়ি গুলিতে এক নাবালক-সহ মোট ১১ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা শতাধিক।