আসানসোল, ২৩ ফেব্রুয়ারি (হি.স.): আসানসোলে কম্বল বিতরণের সময় পদপিষ্ট হওয়ার ঘটনায় বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী চৈতালিকে আগাম জামিন দিল না কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ চৈতালির আগাম জামিনের আবেদন খারিজ করে দিয়েছে। ২০২১ সালের ১৪ ডিসেম্বর শিবচর্চা ও কম্বল বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছিল আসানসোলে। সেখানেই ঘটে যায় দুর্ঘটনা। পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ৩ জনের।
এই ঘটনায় মামলা দায়ের পরে হয়। মামলার জেরে গত ১৯ ডিসেম্বর জিতেনের ফ্ল্যাটে গিয়ে নোটিস দিয়ে এসেছিল পুলিশ। কিন্তু তারপর থেকে তিওয়ারি দম্পতির দেখা পাওয়া যাচ্ছিল না বলে অভিযোগ। এরইমধ্যে গত ২২ ডিসেম্বর চৈতালির আবেদন মেনে তাঁকে অন্তর্বর্তীকালীন রক্ষাকবচ দিয়েছিল হাইকোর্ট। তাঁকে তদন্তে সহযোগিতা করার নির্দেশও দেওয়া হয়। কিন্তু ১০ ফেব্রুয়ারি একটি আবেদনের প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা চৈতালির বিরুদ্ধে রাজ্য পুলিশকে তদন্তের নির্দেশ দেন। এমতাবস্থায় বৃহস্পতিবার চৈতালিকে আগাম জামিন দিল না কলকাতা হাইকোর্ট।

