সর্ব ভারতীয় পুলিশ ফুটবলে এবার এন্ট্রি নেয় নি ত্রিপুরা দল

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২২ ফেব্রুয়ারি।। এবছর ৭১ তম সর্ব ভারতীয় পুলিশ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে জম্মু কাশ্মীরে। আগামী ১১ মার্চ থেকে ২১ মার্চ চলবে সর্ব ভারতীয় স্তরে এই পুলিশ ফুটবল মিট। তবে এবার এই আসরে  এন্ট্রি নিলো না ত্রিপুরা পুলিশ দল। গত ২০ ফেব্রুয়ারি টুর্নামেন্টে অংশগ্রহনের এন্ট্রি নেবার শেষ তারিখ ছিল। কিন্তু শেষ দিনেও ত্রিপুরা পুলিশ দল অংশগ্রহণ করলো না। অথচ বিষয়টা কি রকম হলো। কেন ত্রিপুরা পুলিশ দল এন্ট্রি নিলো না সর্ব ভারতীয় এই ফুটবল আসরে তা নিয়েই উঠছে অবিরাম প্রশ্ন। সারা ভারতের প্রায় ৫০ টি ইউনিট এবারকার আসরে অংশগ্রহণ করেছে । এর মধ্যে নেই ত্রিপুরা পুলিশের টিম। এই নিয়ে উঠছে অবিরাম প্রশ্ন। রাজ্যে সদ্য সমাপ্ত হলো বিধানসভা নির্বাচন। আগামী দুই মার্চ ভোট গণনা রাজ্যে। এদিকে মেঘালয় এবং নাগাল্যান্ডে নির্বাচন আগামী ২৭শে ফেব্রুয়ারি। গণনা একই দিনে অর্থাৎ দুই মার্চ।প্রশ্ন হলো, সর্ব ভারতীয় এই ফুটবল আসরে নাগাল্যান্ড ও মেঘালয়ের টিম এন্ট্রি নিলো। তবে ত্রিপুরা পুলিশ দল এন্ট্রিই নিলো না, যা নিয়ে উঠছে অবিরাম প্রশ্ন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *