লক্ষাধিক টাকার সেগুন কাঠ বাজেয়াপ্ত, গ্রেফতার এক

জলপাইগুড়ি, ২২ ফেব্রুয়ারি (হি. স.) : বৈকুণ্ঠপুর বিভাগের বেলাকোবা রেঞ্জের বনকর্মীরা লক্ষাধিক টাকার সেগুনসহ এক অভিযুক্তকে গ্রেফতার করেছে। অভিযুক্তের নাম একলাস। তিনি হরিয়ানার বাসিন্দা।

বেলাকোবা রেঞ্জের রেঞ্জার সঞ্জয় দত্ত জানান, বুধবার সকালে শিলিগুড়ি-জলপাইগুড়ি জাতীয় সড়কের রাজগঞ্জ ব্লকের পানিকৌড়ি এলাকায় অভিযান চলাকালীন একটি কন্টেইনার আটক করা হয়। কন্টেনারটিতে তল্লাশি চালিয়ে সেখান থেকে বিপুল পরিমাণ সেগুন কাঠ উদ্ধার করা হয়।

এরপর চালককে কাঠ সংক্রান্ত কাগজপত্র দেখাতে বলা হয় যা চালক দেখাতে পারেননি। এরপর কন্টেইনার চালককে আটক করা হয়। বাজেয়াপ্ত কাঠের আনুমানিক বাজার মূল্য ৫০ লাখ টাকা। অভিযুক্ত চালক গুয়াহাটি থেকে কলকাতায় কাঠ নিয়ে যাচ্ছিলেন।