রাশিয়া কখনও ইউক্রেনকে জয় করতে পারবে না : জো বাইডেন

ওয়ারশ, ২২ ফেব্রুয়ারি (হি.স.): রাশিয়া কখনও ইউক্রেনকে জয় করতে পারবে না। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হুঁশিয়ারি দিয়ে জানিয়ে দিলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। পোল্যান্ডের ওয়ারশ-এ বাইডেন বলেছেন, “ইউক্রেন কখনই রাশিয়ার বিজয় হবে না, কখনই না। বোমা পড়তে শুরু করার এক বছর পর, রাশিয়ান ট্যাঙ্কগুলি গড়িয়ে পড়তে শুরু করেছে, ইউক্রেন এখনও স্বাধীন এবং মুক্ত।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আরও বলেছেন, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের এক বছর পরও, শক্তিশালী, গর্বিত, দৃঢ় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে কিয়েভ মুক্ত হয়ে দাঁড়িয়ে রয়েছে। রাশিয়াকে হুঁশিয়ারি দিয়ে বাইডেন বলেছেন, আমেরিকা এবং ইউরোপের দেশগুলি রাশিয়াকে নিয়ন্ত্রণ অথবা ধ্বংস করতে চায় না, পশ্চিমী দেশগুলি রাশিয়াকে আক্রমণ করার পরিকল্পনা করেনি, যেমন পুতিন বলেছিলেন। লক্ষ লক্ষ রাশিয়ান নাগরিক যারা নিজেদের প্রতিবেশীদের সঙ্গে শান্তিতে থাকতে চায় তারা শত্রু নয়।