নয়াদিল্লি, ২২ ফেব্রুয়ারি (হি.স.) : আইসিসি টেস্ট সেরা বোলার জেমস অ্যান্ডারসন। তালিকায় দ্বিতীয় স্থানে রবিচন্দ্রন অশ্বিন। প্রথম দশে জায়গা হয়েছে রবীন্দ্র জাদেজার। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সর্বশেষ রিপোর্ট সব দিক থেকেই চমকপ্রদ। গত চার বছর ধরে টেস্ট সেরার জায়গা দখল করে রেখেছিলেন প্যাট কামিংস। তাকে সরিয়ে প্রথম স্থান দখল করেছেন ইংল্যান্ডের এই বোলার। পেয়েছেন ৮৬৬ পয়েন্ট। গত চার বছর ধরে প্রথম স্থান দখল করে থাকা কামিংস চলে গিয়েছে তৃতীয়স্থানে। দ্বিতীয়স্থানে উঠে এসেছেন রবিচন্দ্রণ অশ্বিন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে পারফরম্যান্সের দৌলতে জেমস অ্যান্ডারসন প্রথম স্থানে উঠে এসেছেন। প্রথম টেস্টে জেমস অ্যান্ডরসন নিয়েছিলেন সাত উইকেট। তার সেই দুরন্ত বোলিংয়ের দৌলতে ইংল্যান্ড প্রথম টেস্টে জয়ী হয় ২৬৭ রানে।
টেস্টে সেরা বোলারের তালিকা প্রকাশের দিনেই ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল প্রকাশ করেছে সেরা ব্যাটারের তালিকা। সেরা টেস্ট ব্যাটার অস্ট্রেলিয়ার মার্নাস লাবুশেন। দ্বিতীয়স্থানে স্টিভ মিথ। স্টিভ মিথের পরেই তালিকায় নাম রয়েছে পাক অধিনায়ক বাবর আজমের। গাড়ি দুর্ঘটনায় আহত ঋষভ পন্থ ধরে রেখেছেন ষষ্ঠস্থান। ঋষভের পরেই নাম রোহিতের।