বেঙ্গালুরু, ২২ ফেব্রুয়ারি (হি.স.): জি-টোয়েন্টি গোষ্ঠীর অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাঙ্কগুলির গর্ভনরদের প্রথম বৈঠকের প্রস্তুতি সংক্রান্ত বৈঠকটি বুধবার বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর এই বৈঠকের উদ্বোধন করবেন। কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর এদিন বলেছেন, বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সহযোগিতামূলক প্রচেষ্টার ক্ষেত্রে ভারত যে গুরুত্ব প্রদান করে তাই প্রতিফলিত করে জি-টোয়েন্টির থিম।
ইউক্রেন-রাশিয়া যুদ্ধ প্রসঙ্গে প্রধানমন্ত্রীর সেই বার্তার তুলে ধরে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যা বলেছিলেন তা আমি পুনর্ব্যক্ত করতে চাই, “আজকের যুগ যুদ্ধের নয়। কূটনীতি ও সংলাপই এগিয়ে যাওয়ার পথ।” এটিই ইউক্রেন যুদ্ধে ভারতের অবস্থান ব্যাখ্যা করে।