লখনউ, ২২ ফেব্রুয়ারি (হি. স.) : যোগী আদিত্যনাথ সরকারের বাজেটের তীব্র সমালোচনা করলেন উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। বাজেটের সমালোচনা করে বুধবার এক সাংবাদিক সম্মেলনে অখিলেশ বলেছেন, কোন কাজ নেই। সরকার সমস্ত এমএসএমই-কে ধ্বংস করেছে। তাঁদের জন্য কোনও ত্রাণ প্যাকেজ ঘোষণা করা হয়নি। তাঁরা বলে ‘ব্যবসা করার সহজতা’ কিন্তু বাস্তবে এটি ‘অপরাধ করার সহজতা’।
অখিলেশ যাদব আরও বলেছেন, এই সরকারের উদাসীনতায় বন্ধ হয়ে গিয়েছে উত্তর প্রদেশের অত্যাধুনিক গরুর দুধের প্ল্যান্ট… একটি স্টেডিয়ামও তৈরি হয়নি কিন্তু তাঁরা স্পোর্টস ইউনিভার্সিটি গড়ার কথা বলে। লখনউ, আগ্রা এবং কানপুর মেট্রো সবই সমাজবাদী সরকার দিয়েছে।