নয়াদিল্লি, ২২ ফেব্রুয়ারি (হি.স.): অনভিপ্রেত ঘটনার সাক্ষী হল দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর। বিমান বিলম্বিত হওয়ায় যাত্রী ও এয়ার ইন্ডিয়ার কর্মীদের মধ্যে ব্যাপক বচসা হল। মঙ্গলবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে দিল্লি বিমানবন্দরের টার্মিনাল ৩-এ।
মুম্বইগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমানের ছাড়ার কথা ছিল রাত ৮.০০ মিনিট নাগাদ। কিন্তু, নির্দিষ্ট সময় হয়ে যাওয়ার পরও সেই বিমান ছাড়েনি। ৪ ঘন্টারও বেশি সময় ধরে বিমান বিলম্বিত হওয়ার কারণে নিজেদের ধৈর্য্য হারিয়ে ফেলেন যাত্রীরা। এরপর গভীর রাতে এয়ার ইন্ডিয়ার কর্মীদের সঙ্গে যাত্রীদের বচসা শুরু হয়। পরে গভীর রাত ১.৪০ মিনিট নাগাদ গন্তব্যের উদ্দেশে প্রস্থান করে বিমানটি।