স্ত্রী সন্তানকে ফেলে পরকীয়ায় লিপ্ত স্বামী আটক প্রেমিকাসহ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ ফেব্রুয়ারী৷৷ অবৈধ প্রেমিক-প্রেমিকাকে পুলিশের হাতে তুলে দিল অবৈধ প্রেমিকের বর্তমান স্ত্রী৷ অবৈধ প্রেমিক প্রেমিকাকে আটক করে বিশালগড় মহিলা থানা পুলিশের হাতে তুলে দিল অবৈধ প্রেমিকের বর্তমান স্ত্রী তাসলিমা আক্তার৷ ঘটনা বুধবার সন্ধ্যাবেলায় চড়িলাম পুরান বাড়ি এলাকায়৷ প্রেমিক বাপন মিয়া  পেশায় গাড়ি চালক৷ বাড়ি বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত বড়জলা বাধের পাড় এলাকায়৷ বাপনের স্ত্রী এবং দুটি ছোট ছোট সন্তান রয়েছে৷  স্ত্রীএবং সন্তানকে ফেলে দিয়ে বক্সনগর পুটিয়া এলাকার আব্দুল জলিলের স্ত্রী সোমা আক্তারের সঙ্গে দীর্ঘদিন যাবত প্রেমের সম্পর্ক গড়ে তোলে৷ সোমা আক্তারের স্বামী ৫ বছর ধরে বিদেশে থাকে৷ এই সুযোগে বাপন এবং সোমার প্রেম দিন দিন গভীর থেকে গভীরতর হতে থাকে৷ সোমার প্রেমে পড়ে বাপন তার স্ত্রী এবং সন্তানদের কোন ভরণ পোষণ দিচ্ছে না দীর্ঘ ছয় থেকে সাত মাস ধরে৷ সারাক্ষণ মোবাইল ফোনে ব্যস্ত থাকে এবং বাড়ি আসেনা বাপন৷ অভিযোগ বর্তমান স্ত্রী তাসলিমা আক্তারের৷ প্রায় এক মাস ধরে বাপন একেবারেই বাড়িতে আসা ছেড়ে দিয়েছে৷ যার ফলে ছোট ছোট সন্তানদের নিয়ে মহাবিপাকে পড়েছে বাপনের বর্তমান স্ত্রী তাসলিমা আক্তার৷ একমাস যাবত ফোন করলে ফোন সুইচ অফ আসছে৷ শেষ পর্যন্ত বাপনকে খোঁজ করতে করতে বুধবার দিন সন্ধ্যা বেলায় পুরান বাড়ি এলাকায় পাওয়া গিয়েছে৷ সঙ্গে সঙ্গে বাপনের বর্তমান স্ত্রী এবং বাপনের মামা বিশালগড় থানার পুলিশকে সঙ্গে নিয়ে ছুটে আসে পুরানবাড়ি এলাকায়৷ এলাকাবাসীও খবরটি জানতে পেরে  ক্ষুব্দ হয়ে বিশালগড় মহিলা থানায় ফোন করলে  মহিলা থানার পুলিশ ছুটে এসে অবৈধ নাগর ও তার প্রেমিকাকে আটক করে বিশালগড় থানায় নিয়ে যায়৷ ঘটনাটি জানাজানি হতেই বড়জলা এবং পুটিয়া এলাকায় ছিঃ ছিঃ রব উঠে৷ বাপনের বর্তমান স্ত্রী তাসলিমা আক্তার বাপনের বিরুদ্ধে বিশ্রামগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন৷ এমন জঘন্যতম কাজ করার পরেও বাপনের সঙ্গেই সংসার করবেন বলে জানিয়েছেন বর্তমান তাসলিমা আক্তার৷ অপরদিকে, পুলিশের সামনে বাপনের অবৈধ প্রেমিকা সোমা আক্তারও জানিয়েছেন বাপনকে সে ভালবেসে এসেছে, বাপনের সঙ্গে সংসার করবে৷ এই কথা শোনার পর বিশালগড় থানার মহিলা পুলিশ পড়েছে মহা বিপদে৷ পুলিশ এবং এলাকাবাসীর মধ্যে  হাসির রোল পড়ে বাপন তাসলিমা এবং সোমা আক্তারের কথা শুনে