সুনমের ৫ উইকেট : জোলাইবাড়িকে হারিয়ে শান্তিরবাজার স্কুল জয়ী

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২১ ফেব্রুয়ারি।। বল হাতে দুরন্ত সুনম শীল। সুনমের হাত ধরে জয় পেলো শান্তিরবাজার স্কুল। ৩ উইকেটে পরাজিত করলো জোলাইবাড়ি স্কুলকে। শান্তিরবাজার মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত অনূর্ধ্ব-‌১৫ ক্রিকেটে। মঙ্গলবার জোলাইবাড়ি স্কুল মাঠে বল হাতে ৫ উইকেট নিয়ে ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছে বিজয়ী দলের সুনম শীল। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে শান্তিরবাজার স্কুলের দলনায়ক সুনম শীলের ভেলকিতে মাত্র ১০৭ রানে গুটিয়ে যায় জোলাইবাড়ি স্কুল। মহকুমার উদীয়মান তারকা ধোনী রিয়াং কিছুটা প্রতিরোধ গড়লেও দলের অন্য ব্যাটসম্যানদের ব্যর্থতায় বড় স্কোর গড়তে ব্যর্থ হয়েছে জোলাইবাড়ি স্কুল। দলের পক্ষে বাঁহাতি ব্যাটসম্যান ধোনী ৪৫ বল খেলে ৯ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫৪ এবং হৃতম সরকার ১৯ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৩ রান করে। দলের আর কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা রাখতে পারেনি। দল অতিরিক্ত খাতে পায় ১২ রান। শান্তিরবাজার স্কুলের পক্ষে সুনম শীল (‌৫/‌২৪) এবং অনিক মিত্র (‌২/‌৩৭) সফল বোলার। ‌‌‌জবাবে খেলতে নেমে শান্তিরবাজার স্কুল ৭ উইকেট হারিয়ে জযের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে জয় বনিক ২৯ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২০,  জয় মজুমদার ৫০ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ১৯, বিজয় সরকার ৩৩ বল খেল ২ টি বাউন্ডারির সাহায্যে ১৪ এবং দীপ্তনু দেবনাথ ৭৯ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৩ (‌অপ:‌) রান করে। দল অচিরিক্ত খাতে পায় ১৮ রান। জোলাইবাড়ি স্কুলের পক্ষে হৃতম সরকার (‌৩/‌২৮) সফল বোলার। ‌‌‌