হাফলং (অসম), ২১ ফেব্রুয়ারি (হি.স.) : ডিমা হাসাও জেলার মাহুর ব্লকে শিক্ষা ব্যবস্থার উন্নয়নের দাবিতে ইন্ডিজেনাস স্টুডেন্টস ফোরাম ও মাহুর এলাকার স্কুল-কলেজ পড়ুয়ারা মঙ্গলবার এক প্রতিবাদী কর্মসূচি পালন করেছেন। অসম সরকার সমগ্র রাজ্য জুড়ে শিক্ষা ব্যবস্থার উন্নয়নে কোটি কোটি টাকা ব্যয় করলেও পাহাড়ি জেলা ডিমা হাসাওয়ের শিক্ষা ব্যবস্থার কোনও উন্নয়ন হচ্ছে না বলে অভিযোগ তুলেছেন সংশ্লিষ্ট আন্দোলনকারীরা।
ডিমা হাসাও জেলার হাফলঙে একটি সরকারি কলেজের বাইরে কোনও উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান নেই। মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ করে অনেক ছাত্রছাত্রীকে বাইরে যেতে হয় উচ্চ শিক্ষার জন্য। অনেক সময় আর্থিক অবস্থার দরুন অনেক ছাত্রছাত্রীর অভিভাবক নিজের ছেলেমেয়েকে উচ্চ শিক্ষার জন্য বাইরে পাঠাতে পারেন না। এই অবস্থার অবসান ঘটানোর দাবিতে আজ মাহুর তিনআলি প্রদিবাদী কর্মসূচি পালন করেছে ইন্ডিজেনাস স্টুডেন্টস ফরাম ও মাহুর এলাকার স্কুল-কলেজ পড়ুয়ারা।
তাঁদের দাবি, মাহুর ব্লকে যে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় রয়েছে, তাতে কলা শাখা ছাড়া দিয়ে বিজ্ঞান ও বাণিজ্য শাখা নেই। ২০১৩ সাল থেকে মাহুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি এই বিদ্যালয়ে কলা শাখার সঙ্গে বিজ্ঞান ও বাণিজ্য শাখা চালু করার জন্য অসমের উচ্চ শিক্ষা পর্ষদের কাছে আবেদন জানিয়ে আসছে। এর পরও রাজ্যের উচ্চ শিক্ষা পর্ষদ কোনও পদক্ষেপ গ্রহণ করেনি বলে অভিযোগ।
এদিকে মঙ্গলবার মাহুর তিনআলিতে ইন্ডিজেনাস স্টুডেন্টস ফোরাম এবং মাহুর এলাকার স্কুল-কলেজ পড়ুয়ারা প্রতিবাদী কার্যসূচি পালন করে মাহুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান শাখা ও বাণিজ্য শাখা চালু করার দাবি সহ মাহুরে একটি ডিগ্রি কলেজ স্থাপন, ডিমা হাসাও জেলার সব অপ্রাদেশীকৃত বিদ্যালয়গুলিকে প্রাদেশিকীকরণ এবং জেলার হাইস্কুলগুলিকে উচ্চ মাধ্যমিক স্কুলে উন্নীত করার দাবি জানিয়ে ডিমা হাসাওয়ের জেলাশাসক সীমান্তকুমার দাসের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মার উদ্দেশ্যে এক স্মারকলিপি প্রেরণ করেছে ইন্ডিজেনাস স্টুডেন্টস ফোরাম।

