বালুরঘাট, ২১ ফেব্রুয়ারি (হি. স.) : বিজেপির বুথ সভাপতির ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে। মৃত বিজেপি বুথ সভাপতির নাম সমীর পাহান(৪০)। বাড়ি বালুরঘাট ব্লকের ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের কালাইবাড়িতে। পেশায় শ্রমিক। কালাইবাড়ি বুথের সভাপতি ছিলেন তিনি৷ মঙ্গলবার সকালে বালুরঘাট ব্লকের ডাঙা গ্রাম পঞ্চায়েতের নামাডাঙা ফরেস্ট থেকে সমীরের ঝুলন্ত দেহ উদ্ধার হয়৷
যে ভাবে মৃতদেহ উদ্ধার হয়েছে তাতে আত্মহত্যার তত্ত্ব খারিজ করে দিচ্ছে মৃতের পরিবার ও বিজেপি নেতারা৷ সমীরবাবুকে খুন করা হয়েছে বলেই অভিযোগ তুলেছেন তাঁরা। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। বিজেপি নেতার ঝুলন্ত দেহ উদ্ধারের সঙ্গে তৃণমূলের কোন যোগাযোগ নেই বলেই জানিয়েছেন তৃণমূলের জেলা কো-অর্ডিনেটর সুভাষ চাকি। এদিকে এনিয়ে পুলিশের দ্বারস্থ হবেন বলে পরিবার ও বিজেপির তরফ থেকে জানানো হয়েছে৷
অন্যদিকে, অভিযোগ পেলে পুরো ঘটনা খতিয়ে দেখা হবে বলে বালুরঘাট থানার পক্ষ থেকে জানানো হয়েছে। এদিকে এনিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এনিয়ে টুইট করেছেন। ওই বিজেপি কর্মীকে খুন করা হয়েছে বলেই অভিযোগ করেছেন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে ভারতীয় জনতা পার্টির আরেক কর্মীর ঝুলন্ত দেহ পাওয়া গেছে। তার নাম সমীর পাহান। ঘটনাটি বালুরঘাট থানার অন্তর্গত কালাই বাড়ি গ্রামের।