নয়াদিল্লি, ২১ ফেব্রুয়ারি (হি.স.): গ্যাংস্টার ও তাদের অপরাধ সিন্ডিকেট মামলায় দেশজুড়ে বড়সড় অভিযানে নামল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। মঙ্গলবার সকাল থেকে দিল্লি, পঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, চন্ডীগড়, উত্তর প্রদেশ, গুজরাট ও মধ্যপ্রদেশ-সহ দেশের ৭০টির বেশি ঠিকানায় তল্লাশি অভিযানে নামল এনআইএ। মোট ৮টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে চলছে এই তল্লাশি অভিযান।
হরিয়ানার যমুনানগরের আজাদনগরে এদিন সকালে তল্লাশি অভিযান চালানো হয়। গান্ধীধামে গ্যাংস্টার লরেন্স বিশ্নোইয়ের সহযোগীর ঠিকানাতেও হানা দেয় এনআইএ। সবমিলিয়ে দেশজুড়ে ৭০টিরও বেশি ঠিকানায় হানা দিয়েছে এনআইএ।