দাদাসাহেব ফালকে-তে শ্রেষ্ঠ ছবি দ্য কাশ্মীর ফাইলস, সেরা নায়ক-নায়িকা আলিয়া-রণবীর

নয়াদিল্লি, ২১ ফেব্রুয়ারি (হি.স.): সোমবার মুম্বইয়ে অনুষ্ঠিত হয়েছে দাদাসাহেব ফালকে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব পুরস্কার। যেখানে আলিয়া ভাট এবং রণবীর কাপুর সেরা অভিনেতা এবং সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন। আর দ্য কাশ্মীর ফাইলস ছবিটি জিতেছে সেরা ছবির সম্মান।

”দ্য কাশ্মীর ফাইলস’ সিনেমাটি সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতে নেওয়ার পাশাপাশি অনুপম খের এই সিনেমার জন্য ‘বহুমুখী অভিনেতা’র পুরস্কার জিতে নিয়েছেন। আলিয়া ভাট ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’র জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন। সঙ্গে স্বামী রণবীর কাপুরের তরফ থেকে ‘ব্রহ্মাস্ত্র’-র সেরা অভিনেতার পুরস্কারও নেন।