বিজেপি গণতন্ত্রকে হত্যার পাশাপাশি সংবাদপত্রের স্বাধীনতা খর্ব করছে : অখিলেশ যাদব

লখনউ, ২১ ফেব্রুয়ারি (হি.স.): উত্তর প্রদেশ সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে মঙ্গলবার অখিলেশ বলেছেন, বিজেপি গণতন্ত্রকে হত্যার পাশাপাশি সংবাদপত্রের স্বাধীনতা খর্ব করছে।

এদিন উত্তর প্রদেশ বিধানসভা চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অখিলেশ যাদব বলেছেন, বিধানসভায় একটা প্রথা ছিল, সাংবাদিকরা সময়ে সময়ে লবিতে মিলিত হতেন, এবং বিরোধীরা চৌধুরী চরণ সিংয়ের মূর্তির নীচে দাঁড়িয়ে নিজেদের বক্তব্য রাখার পর বিধানসভায় প্রবেশ করতেন, কিন্তু বিজেপি গণতন্ত্রকে হত্যা করেছে এবং সংবাদপত্রের স্বাধীনতা খর্ব করছে।

হিন্দুস্থান সমাচার। রাকেশ।