জাতীয় জুডোতে তানিয়া’রও ব্রোঞ্জ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২০ ফেব্রুয়ারি।। ইন্দ্রাণীর পর এবার তানিয়া। জুডোতে ত্রিপুরা দলের ঝুলিতে আরো একটি পদক এনে দিয়েছে তানিয়া দাস। তামিলনাড়ুর চেন্নাইয়ে আয়োজিত জাতীয় জুডো প্রতিযোগিতায় ৩৬ কেজি বিভাগে ত্রিপুরার তানিয়া তৃতীয় স্থান অধিকার করে ব্রোঞ্জ পদক পেয়েছে। রবিবারের প্রতিযোগিতায় ইন্দ্রানী দাস এবং আজ তানিয়া দাস – পদকজয়ী দুজনেই উদয়পুরের বিবেকানন্দ জুডো সেন্টারের শিক্ষার্থী। জাতীয় সাব জুনিয়র জুডো আসরে ইন্দ্রানীর পর তানিয়ার এই সাফল্যে কোচ মিহির শীল সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রত্যেকেই শুভেচ্ছা সহ ধন্যবাদ জানিয়েছেন।