আবগারি দুর্নীতি, ফের সিবিআই তলবের মুখে মণীশ সিসোদিয়া

নয়াদিল্লি, ২০ ফেব্রুয়ারি (হি.স.) : আবগারি দুর্নীতি মামলায় দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে ফের তলব করল সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)। সূত্রের খবর, আবগারি কেলেঙ্কারির ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সিবিআই তাঁকে তলব করেছে। ২৬ ফেব্রুয়ারি সিসোদিয়াকে সিবিআই দফতরে হাজির হতে বলা হয়েছে।

এর আগে তদন্তকারী সংস্থা সিসোদিয়াকে ১৯ ফেব্রুয়ারি হাজির হতে বলেছিল। কিন্তু সিবিআইয়ের কাছে সময় চেয়েছিলেন তিনি। এরপর সিবিআই জানায়, তারা জিজ্ঞাসাবাদের জন্য শীঘ্রই নতুন তারিখ দেবে। দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া জানিয়েছেন, তাঁকে ২৬ ফেব্রুয়ারি জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। তিনি সেদিন তদন্তকারী সংস্থার সামনে হাজির হবেন।
প্রসঙ্গত, দিল্লির আবগারি নীতি কেলেঙ্কারি নিয়ে সিবিআইয়ের দায়ের করা এফআইআরে প্রধান অভিযুক্ত সিসোদিয়া। যদিও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সিসোদিয়ার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। কেজরিওয়ালের দাবি, তাঁর সরকারের আবগারি নীতির ওপর দায়ের করা মামলাটি ‘রাজনৈতিক প্রতিহিংসা এবং ষড়যন্ত্র’ থেকে করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *