নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ ফেব্রুয়ারী৷৷ কমিউনিস্টরা হচ্ছে এ রাজ্যের সন্ত্রাসের দল আর কংগ্রেস হচ্ছে গুন্ডা পাটি, বললেন বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য৷ সোমবার ধর্মনগর সফর করলেন ত্রিপুরা প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য৷ মূলত রাজ্যে নির্বাচনের পর যে সন্ত্রাসী কার্যকলাপ চলছে তা বন্ধ করা বা তার থেকে কেমন করে সবাইকে বিরত রাখা যায় তার জন্য প্রদেশ সভাপতির রাজ্যের বিভিন্ন জেলা সফর৷ তিনি এবারের এই নির্বাচনকে ঐতিহাসিক নির্বাচন বলে আখ্যায়িত করেন৷ এত শান্ত এত সুন্দর নির্বাচন ত্রিপুরা রাজ্যে আগে কখনো হয়নি৷ বিরোধী দলগুলি বিশেষ করে কমিউনিস্টরা এবং কংগ্রেস রাজ্যের বিভিন্ন স্থানে নির্বাচনের পর সন্ত্রাসী কার্যকলাপ বৃদ্ধি করে রাজ্যের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে৷ কিছুদিন আগে কুমারঘাট , চরিলাম, বিশালগড়, খোয়াই এবং মান্দাই এলাকায় যেভাবে নির্বাচনের পর সন্ত্রাস সৃষ্টি করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছে বিরোধীরা তাকে তিনি কাপুরুষ চিত মনোভাব বলে আখ্যায়িত করেন৷ যেভাবে ভারতীয় জনতা পার্টির দেবতুল্য কার্যকর্তারা অক্লান্ত পরিশ্রম করে এবং রাজ্যের মানুষ ভারতীয় জনতা পার্টিকে ভালোবেসে তাদের গণতান্ত্রিক অধিকার প্রদান করেছে তাতে পুনরায় ভারতীয় জনতা পার্টি এই রাজ্যে প্রতিষ্ঠিত হচ্ছে তা নিশ্চিত৷ প্রদেশ সভাপতি মন্ডল সভাপতিদের সাথে এবং প্রার্থী সহ বিভিন্ন কার্যকর্তাদের সাথে এক বৈঠকে মিলিত হন৷ এখান থেকে সরাসরি কুমারঘাট চলে যান৷ রাজ্যে যেভাবে সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে অশান্ত করার প্রচেষ্টা চালানো হচ্ছে তার প্রতিহত করতে ভারতীয় জনতা পার্টি রাজ্যের বিভিন্ন জায়গায় বৈঠক করে কার্যকর্তা তাদের পরামর্শ প্রদান করে চলেছে সাধারণ মানুষকে বোঝানোর এবং সন্ত্রাসী কার্যকলাপে পা না বাড়ানোর জন্য৷
2023-02-20