শান্তিরবাজারে অনূর্ধ্ব ১৫ ক্রিকেটে‌ সাহিদের শতকে জয়ী বাইখোড়া

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৯ ফেব্রুয়ারি।। বড় ব্যবধানে জয় পেলো বাইখোড়া স্কুল। ২২৯ রানে পরাজিত করলো রেক্স ক্লাবকে। বাঁহাতি ব্যাটসম্যান সাহিজ শীলের অলরাউন্ড পারফরম্যান্সে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত অনূর্ধ্ব-‌১৫ ক্রিকেটে। বাইখোড়া স্কুল মাঠে অনুষ্ঠিত ম্যাচে রবিবার সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে বাইখোড়া স্কুল ৩৯.‌৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৭১ রান করে। দলের পক্ষে উইকেটরক্ষক ব্যাটসম্যান সাহিদ শীল ৮৫ বল খেলে ১৭ টি বাউন্ডারির সাহায্যে ১০৪, তনয় মজুমদার ৩০ বল খেলে ৮ টি বাউন্ডারির সাহায্যে ৪২,অনয় মজুমদার ৩১ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ২৬ এবং অরিয়ন বৈদ্য ৩১ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৯ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ২৮ রান। রেক্স ক্লাবের পক্ষে যতন মুড়াসিং (‌৩/‌৫৩),কিষান রিয়াং (‌২/‌৪০),শিবা ত্রিপুরা (‌২/‌৪৯) এবং কুসন মুড়াসিং (‌২/‌৬৭) সফল বোলার। জবাবে খেলতে নেমে অমিত দাসের (‌৪/‌১০) বিধ্বংসী বোলিংয়ে ১৪.‌১ ওভারে সবকটি উইকেট হারিয়ে রেক্স ক্লাব মাত্র ৪২ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে একমাত্র অনিল মুড়াসিং দুই অঙ্কের রানে পা রাখতে সক্ষম হয়। অনিল ১৩ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ‌১৫ রান করে। এছাড়া দলের কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা রাখতে পারেনি। বাইখোড়া স্কুলের পক্ষে অমিত ছাড়া শুভম পাটারি (‌২/‌১২) সফল বোলার। ‌‌‌‌‌