সিবিআই -এর উপস্থিতিতে কবরস্থান তোলা হচ্ছে কোরক হোমে মৃত আবাসিকের দেহ

জলপাইগুড়ি, ১৯ ফেব্রুয়ারি (হি.স.) : জলপাইগুড়ির কোরক হোমে নাবালক আবাসিকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার তদন্ত করবে সিবিআই । কবরস্থান থেকে দেহ তুলতে রবিবার সকালে কোচবিহারের টাপুরহাটে পৌঁছোল সিবিআই। সিবিআইয়ের তত্ত্বাবধানে কবরস্থানটি চারদিকে প্লাস্টিক দিয়ে ঢেকে কঠোর পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে কবরস্থানের মাটি খুঁড়ে চলছে মৃতদেহ ওঠানোর কাজ।

প্রসঙ্গত, গত ১৫ ডিসেম্বর জলপাইগুড়ির কোরক হোমে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছিল ওই নাবালক আবাসিকের দেহ। যদিও নাবালকের পরিবারের দাবি ছিল তাদের ছেলে আত্মহত্যা করেনি। তাকে খুন করা হয়েছে। তারা এর তদন্তের দাবি জানিয়েছিল। মৃতের পরিবারের সেই দাবির ভিত্তিতেই এদিন কোচবিহার এক ব্লকের টাপুরহাটে এসে কবরস্থান থেকে মৃতদেহ তোলার কাজ করছে সিবিআই।