জাতীয় স্তরে অংশগ্রহণকারী ক্রিকেটারদের নিয়ে সেমিনার

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৮ ফেব্রুয়ারি।। ক্রিকেটারদের বিলিং পদ্ধতি এখন থেকে অনলাইন মেথডে হবে। চলতি মরশুমে বিশেষ করে ২০২২-২৩ সেশনে পুরুষ ও মহিলা উভয় বিভাগে সিনিয়র, অনূর্ধ্ব ২৫, অনূর্ধ্ব ১৯, অনূর্ধ্ব ১৬ এবং অনূর্ধ্ব ১৫ ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণকারী খেলোয়াড়দের ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড থেকে ম্যাচ ফি ইত্যাদি প্রদান করা হবে অনলাইন বিলিং পদ্ধতিতে। এর জন্য খেলোয়াড়দের নির্দিষ্ট বিসিসিআই ওডিএমএস-এ লগইন করতে হবে। এ বিষয়ে খেলোয়াড়দের অবগত করানোর লক্ষ্যে ২০ ফেব্রুয়ারি রাজ্যের ক্রিকেটারদের নিয়ে ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন একদিনের একটি সেমিনারের আয়োজন করেছে। বিশেষ করে এই বিষয়ে গাইড করার লক্ষ্যে এই সেমিনারের আয়োজন করা হয়েছে। ২০ ফেব্রুয়ারি, সোমবার এমবিবি স্টেডিয়ামে ক্লাব হাউজে সেমিনার অনুষ্ঠিত হবে। দুটি স্লটে এই সেমিনার অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। প্রথম স্লট বেলা সাড়ে এগারোটা থেকে। পুরুষ বিভাগের সিনিয়র, অনূর্ধ্ব ২৫, অনূর্ধ্ব ১৯ এবং অনূর্ধ্ব ১৬ টুর্নামেন্টে খেলে আসা ক্রিকেটাররা এতে অংশ নেবে। বেলা দেড়টায় মহিলা বিভাগে সিনিয়র, অনূর্ধ্ব ১৯ এবং অনূর্ধ্ব ১৫ টুর্নামেন্টে অংশগ্রহণকারী ক্রিকেটাররা উপস্থিত থাকতে বলা হচ্ছে। টিসিএ-র পক্ষ থেকে সচিব এক বিবৃতিতে এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন।