নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ফেব্রুয়ারী৷৷ রাজ্যে পথ দুর্ঘটনা নিত্যদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে৷ মন্দির নগরী উদয়পুর এবং বিশালগড়ের পৃথক পথ দুর্ঘটনায় একজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে অপর তিনজন গুরুতর ভাবে আহত হয়েছেন৷ আহতদের মধ্যে একজন মহিলা পুলিশ কনস্টেবল রয়েছেন৷ তাকে আশঙ্কা জনক অবস্থায় জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷যান দুর্ঘটনায় মৃত এক পথচারী৷ গুরুতর আহত আরো দুজন৷ ঘটনা শুক্রবার রাতে উদয়পুর মহকুমার রাধাকিশোরপুর থানাধীন উত্তর চন্দ্রপুর ব্রাহ্মণপাড়া এলাকায়৷ শুক্রবার রাতে মন্দির নগরী উদয়পুরে ভয়াবহ যান দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে এবং দুইজন গুরুতর আহত হয়েছেন৷ ঘটনার বিবরনে জানা যায় টিআর ০৩-১৪৫৮ নম্বরের একটি যাত্রীবাহী বাস গাড়ি দ্রুততার সঙ্গে উদয়পুর রেলস্টেশন থেকে উদয়পুর মাতাবাড়ি আসার পথে রাস্তার পাশে থাকা তিনজন ব্যক্তিকে সজোড়ে আঘাত করে৷ প্রত্যক্ষ দর্শীদের অভিযোগ বাসগাড়িটি তাদের উপর দিয়ে চালিয়ে নিয়ে যায়৷ পরবর্তী সময় স্থানীয় লোকজনরা ঘটনাস্থলে ছুটে আসলে গাড়ি চালক ঘটনাসল থেকে পালিয়ে যায়৷ এদিকে স্থানীয় লোকজন খবর দেয় দমকল কর্মীদের৷ অভিযোগ দমকল কর্মীরা সঠিক সময় ঘটনাসলে না পৌঁছানোর ফলে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়৷ এদিকে বাকি দুজনকে স্থানীয়রা উদ্ধার করে ব্যক্তিগত গাড়ি দিয়ে গোমতি জেলা হাসপাতালে পাঠায়৷ যান দুর্ঘটনায় পথচারীর মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা উদয়পুর রেল স্টেশন চত্বরে৷
এদিকে বিশালগড় ২ নং গেট সংলগ্ণ সড়কে সুকটি ও হোন্ডাই গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতরভাবে আহত হয়েছেন বিশালগড় মহিলা থানার কনস্টেবল৷ শনিবার বিকেল তিনটায় সুকটি নিয়ে বিশালগড় মহিলা থানার কনস্টেবল সুতপা সরকার আগরতলা আমতলী যাওয়ার পথে দুই নং গেট সংলগ্ণ সড়কের কাছে আসতেই একটি হোন্ডাই গাড়ি দ্রুতগতিতে বিশালগড়ের দিকে আসার পথে সুকটিকে সজোরে ধাক্কা মারে৷ হুন্ডাই গাড়ির ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে যান মহিলা কনস্টেবল সুতপা সরকার৷হোন্ডাই গাড়ির ধাক্কায় সুকটি একেবারে দুমড়ে-মুচড়ে যায়, পাশাপাশি হোন্ডাই গাড়ির সামনের অংশটিও একেবারে তছনছ হয়ে যায়৷ বিকট শব্দ পেয়ে প্রত্যক্ষদর্শীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং মহিলা কনস্টেবলকে উদ্ধার করার জন্য বিশালগড় অগ্ণি নির্বাপক দপ্তরে খবর দেন৷ বিশালগড় অগ্ণি নির্বাপক দপ্তরের জোয়ানরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে আহত কনস্টেবল সুতপা সরকারকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসেন৷ অন্যদিকে খবর পেয়ে বিশালগড় মহিলা থানার সহকর্মীরা দ্রুত ছুটে যায় বিশালগড় মহকুমা হাসপাতালে৷ বর্তমানে বিশালগড় মহকুমা হাসপাতাল থেকে কর্তব্যরত চিকিৎসক অবস্থা আশঙ্কাজনক দেখতে পেয়ে কনস্টেবল সুতপা সরকারকে উন্নত চিকিৎসার জন্য আগরতলা জিবিপি হাসপাতালে রেফার করেন ৷
2023-02-18