রবি কুমারের হাত ধরে চরকবাইকে হারিয়ে উত্তর তাওখোমা জয়ী

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৮ ফেব্রুয়ারি।। সহজ জয় পেলো উত্তর তাওখোমা স্কুল। ৯ উইকেটে পরাজিত করলো চরকবাই স্কুলকে। রবি কুমার নোয়াতিয়ার দুরন্ত বোলিংয়ে। শান্তিরবাজার মহকুমা ক্রিকেট সংস্থা আযোজিত অনূর্ধ্ব-‌১৫ ক্রিকেটে। শনিবার বাইখোড়া স্কুল মাঠে অনুষ্ঠিত ম্যাচে সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে রবি কুমারের বিধ্বংসী বোলিংয়ে মাত্র ৬৩ রানে গুটিয়ে যায় চরকবাই স্কুল। দলের পক্ষে দলনায়ক প্রীতম পাল ৫৬ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ৩০ রান করে। দলের আর কোনও ব্যাটসম্যান ২২ গজে রুখে দাড়াতে পারেনি। উত্তর তাউখোমা স্কুলের পক্ষে রবি কুমার (‌৫/‌২০) এবং ‌রমেন দেববর্মা (‌৩/‌২৩) সফল বোলার। জবাবে খেলতে নেমে উত্তর তাউখোমা স্কুল ১০.‌৩ ওভারে ১ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে আনন্দ সাধন নোয়াতিয়া ৩৭ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২৯ রানে এবং শিবা নোয়াতিয়া ৫ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ৬ রানে অপরাজিত থেকে যায়। এছাড়া প্রীতম কুমার দেববর্মা ২৪ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২৪ রান করে। চরকবাই স্কুলের পক্ষে প্রীতম পাল ২৩ রান খরচ করে একমাত্র উইকেটটি পেয়েছে।‌