দুটি বুথে পুন: ভোটের খারিজ নির্বাচন কমিশনের

আগরতলা,১৮ ফেব্রুয়ারি (হি.স.): বিধানসভা নির্বাচনে দুটি বুথে পুনরায় ভোটের জন্য দাবি উঠেছিল।অবজারভার ওই দুটি বুথে ওয়েব কাস্টিং খতিয়ে দেখে রিপোর্ট দিয়েছে যে কোন ধরণের রাজনৈতিক সন্ত্রাস বা যান্ত্রিক গোলযোগ হয়নি।তাই নির্বাচন কমিশন ওই দুটি বুথে পুনরায় ভোটের দাবি খারিজ করে দিয়েছে।আজ রাজ্যে আইনশৃঙ্খলা নিয়ে সাংবাদিক সম্মলনের করে এমনটাই জানালেন মুখ্য নির্বাচনী আধিকারিক কিরণ গিত্যে।

এদিন তিনি আরো জানান ,ত্রিপুরায় বিধানসভা নির্বাচনে ইভি এম ভোট পড়েছে ৮৭.৭৬ শতাংশ এবং এখন পর্যন্ত পোস্টাল ব্যালেট সহ ভোটের হার ৮৯.৯৫ শতাংশ।

তিনি আরো বলেন ,নির্বাচনের দিন ত্রিপুরায় সমস্ত ভোট কেন্দ্রে ২০০ মিটারের মধ্যে কোনো রাজনৈতিক ঘটনা সংঘটিত হয় নি তার রিপোর্টও নির্বাচন কমিশন কে দেওয়া হয়েছে। কিন্তু ভোট কেন্দ্রের বাইরে রাজনৈতিক দলের মধ্যে ৫ টি ঘটনা নির্বাচনের দিন সংঘটিত হয়েছেন।তার মধ্যে তদন্তে জানা যায় একজন ভোটের অন্য ভোটারের ভোটাধিকার প্রয়োগ করার চেষ্টা করেছে। ফলে ওই ঘটনার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

সাথে তিনি আরো জানিয়েছেন ,বিধানসভা নির্বাচনে ৩২ মাতাবাড়ি ও ১৭ গোলাখাটি কেন্দ্রে দুইটি বুথে পুনরায় ভোটের জন্য দাবি উঠেছিল।অবজারভার ওই দুটি বুথে ওয়েব কাস্টিং খতিয়ে দেখে রিপোর্ট দিয়েছে যে কোন ধরণের রাজনৈতিক সন্ত্রাস বা যান্ত্রিক গোলযোগ হয়নি।তাই নির্বাচন কমিশন ওই দুটি বুথে পুনরায় ভোটের দাবি খারিজ করে দিয়েছে।

নির্বাচনের দিন ধলাই,দক্ষিণ ,উত্তর জেলায় কোনো রাজনৈতিক ঘটনা ঘটে নি। খোয়াই জেলায় সিঙ্গিছড়ায় একটি ,গোমতী জেলায় দুইটি ,ঊনকোটি জেলায় দুইটি, কুমারঘাটে দুইটি এবং পশ্চিম ত্রিপরায় দুইটি রাজনৈতিক হিংসা সংঘটিত হয়েছে বলে জানান মুখ্য নির্বাচনী আধিকারিক কিরণ গিত্যে।