ইটানগর, ১৮ ফেব্রুয়ারি (হি.স.) : আন্দোলনকারী প্যান অরুণাচল যুগ্ম পরিচালন সমিতি (পিএজেএসএস)-র সমস্ত দাবির প্রতি ঐকমত্য ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী পেমা খান্ডু।
রাজ্যে উদ্ভূত অশান্ত পরিস্থিতির সমাধানসূত্র বের করতে আজ সকাল ১১টায় ইটানগরে অবস্থিত সিভিল সেক্রেটারিয়েটে ছয়তলায় তাঁর কার্যালয়ে আলোচনার জন্য মুখ্যমন্ত্রী পেমা খান্ডু প্যান অরুণাচল যুগ্ম পরিচালন সমিতির পদাধিকারীদের ডেকেছিলেন। মুখ্যমন্ত্রীর ডাকে প্যান অরুণাচল জয়েন্ট স্টার্লিং কমিটি ৯ সদস্য তাঁদের ১৩ দফা দাবির ভিত্তিতে সিভিল সেক্রেটারিয়েটে গিয়ে পেমা খান্ডুর সাথে বৈঠক করেছেন।
প্রায় তিন ঘণ্টার বৈঠকে অরুণাচলের মুখ্যমন্ত্রী পেমা খান্ডুর সঙ্গে ছিলেন রাজ্যের মুখ্যসচিব সহ কয়েকজন শীর্ষ আধিকারিক। পিএজেএসএস-এর পক্ষে ছিলেন সোল ডোডম, তেচি পুরু, তাদাক নালো, লীনা সোরা, তেলি ইয়ামি, কিপা চম্পা, কাম্পু দোলো, তেচি রানা এবং টেচি টাকার।

