হরিয়ানার ভিওয়ানিতে দগ্ধ দু”টি নরকঙ্কাল উদ্ধার, তদন্ত শুরু ভরতপুর পুলিশের

ভিওয়ানি, ১৭ ফেব্রুয়ারি (হি.স.): হরিয়ানার ভিওয়ানি জেলার বারওয়াস গ্রাম থেকে উদ্ধার হয়েছে অগ্নিদগ্ধ দু”টি নরকঙ্কাল। পুলিশ জানিয়েছে, দেহ দু’টি রাজস্থানের ভারতপুর থেকে অপহৃত দু’জনের হতে পারে। অভিযোগ, গরু পাচারকারী সন্দেহে তাঁদের অপহরণ করে খুন করা হয়েছে। অথবা গাড়িতে আগুন লেগেও মৃত্যু হতে পারে।ভিওয়ানির লোহারু পুলিশের ডেপুটি সুপার জগৎ সিং জানিয়েছেন, মৃতদের নাম নাসির (২৫) এবং জুনেইদ ওরফে জুনা (৩৫)। তাঁরা ভারতপুরের ঘাটমিকা গ্রামের বাসিন্দা। ভারতপুরের থানায় ওই দুই ব্যক্তির অপহরণের অভিযোগে এফআইআর দায়ের হয়েছিল। তাতে বলা হয়েছিল, বুধবার একটি বোলেরো গাড়িতে চেপে বাড়ি থেকে বার হয়েছিল তারা। কাজে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন তাঁরা। অভিযোগ, আট থেকে ১০ জন ব্যক্তি তাঁদের অপহরণ করেন। পরে খুন করে।

শুক্রবার রাজস্থানের ভরতপুর রেঞ্জের আইজি গৌরব শ্রীবাস্তব বলেছেন, এফআইআর-এ যাদের নাম রয়েছে তাদের পাকড়াও করা হবে শীঘ্রই। যারা অপহৃত হয়েছিল তাদের নাম জুনাইদ ও নাসির। জুনাইদের নামে ৫টি মামলা রয়েছে। ডিএনএ পরীক্ষার পরই দেহগুলি শনাক্ত করা সম্ভব হবে।