আগরতলা, ১৬ ফেব্রুয়ারি (হি.স.) : ত্রিপুরায় ভোট চলাকালীন দুষ্কৃতি হামলায় দুই সিপিআই সমর্থক গুরুতর আহত হয়েছেন। শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের অধীন কলাছড়া ভোটগ্রহণ কেন্দ্রের বাইরে ওই ঘটনায় পুলিশ স্বত:প্রণোদিত মামলা নিয়েছে।পুলিশ জানিয়েছে, আজ ভোটগ্রহণ চলাকালীন কলাছড়া ভোট কেন্দ্রের বাইরে চন্দন দাস এবং সিপন মজুমদার দুষ্কৃতি হামলায় গুরুতর আহত হয়েছেন। সঙ্গে সঙ্গে পুলিশ ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে শান্তিরবাজার হাসপাতালে নিয়ে গেছে। ঘটনার ছবির ভিত্তিতে পুলিশ দুষ্কৃতিদের খোঁজে তল্লাশি শুরু করেছে। পুলিশের দাবি, ওই ঘটনায় অভিযুক্তদের শীঘ্রই জালে তোলা সম্ভব হবে। ইতিমধ্যে স্বত:প্রণোদিত মামলা নিয়েছে।
2023-02-16