আগরতলা, ১৬ ফেব্রুয়ারি (হি.স.) : ত্রয়োদশ বিধানসভা নির্বাচনের ভোটাধিকার প্রয়োগ করলেন উপ মুখ্যমন্ত্রী জিষ্ণু দেব বর্মন। তিনি এদিন ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রের আচার্য্য প্রফুল্লচন্দ্র স্কুলে ভোটাধিকার প্রয়োগ করেছেন । তবে তিনি ১৯ চড়িলাম বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী হয়ে প্রতিদ্ধন্দ্বিতা করছেন।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দাবি করে বলেন, রাজ্য জুড়ে গণতন্ত্র এর উৎসবে স্বতঃস্ফূর্ততা প্রমান করছে মানুষ খুশির মেজাজেই শান্তিপূর্ণ পরিস্থিতিতে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
তিনি আশা ব্যক্ত করে বলেন,গোটা ত্রিপুরা রাজ্যে প্রত্যাবর্তন নিশ্চিত হবে। সাথে তিনি দৃঢ়তার সুরে দাবি করলেন, ২০২৩ বিধানসভা নির্বাচনে পুনরায় বিজেপি সরকার প্রতিষ্ঠিত হবে।