আগরতলা, ১৬ ফেব্রুয়ারি (হি.স.) : আজ বৃহস্পতিবার সকাল থেকে নির্ধারিত সূচি অনুযায়ী শুরু হয়ে গিয়েছে ত্রয়োদশ ত্রিপুরা বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ। ইতিমধ্যে ৬ নম্বর আগরতলা বিধানসভা কেন্দ্রে ভোট দিয়েছেন কংগ্রেস প্রার্থী হেভিয়েট নেতা সুদীপ রায়বর্মণ।
ভোটাধিকার প্রয়োগ করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, ফ্যাসিবাদী রাজনৈতিক দল থেকে গণতন্ত্রকে রক্ষা করতে উৎসবের মেজাজে ভোট কেন্দ্রে আসছেন জনতা। ৬ নম্বর আগরতলা বিধানসভা কেন্দ্রে সর্বকালীন রেকর্ড ভোটের ব্যবধানে এবার তিনিই জয়ী হবেন বলে দৃঢ় প্রত্যয়ের সঙ্গে দাবি করেছেন।